সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বরিশাল জেলা বিএনপি ( দক্ষিণ ) আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানসহ সকল নেতা কর্মীর নিঃশর্ত মুক্তি ও বর্তমান সরকারে পদত্যাগ, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবীতে বাকেরগজ্ঞ উপজেলায় এক বিক্ষোভ মিছিল বের করে চরাদি ইউনিয়ন বিএনপি।
১১ নভেম্বর (শনিবার) বিকাল ৪ টায় গোমা ফেরিঘাট থেকে শুরু করে মিছিলটি চরকাউয়া-দুমকি সড়ক প্রদক্ষিণ করে। মিছেলে বক্তব্য প্রদান করেন, বাকেরগজ্ঞ উপজেলা বিএনপির সদস্য মো. সোহাগ হাওলাদার, চরাদি ইউনিয়ন বিএনপি নেতা সাইদুল হাওলাদার, যুবদল নেতা মশিউর রহমানসহ একাধিক স্থানীয় বিএনপি নেতা। বক্তারা বলেন, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী তারা আগামী ১২ ও ১৩ নভেম্বর অবরোধের সমর্থনে কাজ করে যাবেন। দেশে এখন গনতন্ত্র নেই, খাদ্য-দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ অভাবে দিন কাটাচ্ছে। সারা দেশের বিএনপি নেতাকর্মীদের আটক ও গ্রেফতারের হয়রানি চলছে।