সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
বরিশাল সিটি করেপারেশনের (বিসিসি) উন্নয়নের একটি প্রকল্পের জন্য ৭৯৭ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক উন্নয়নে এই প্রকল্প বরাদ্দ পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মেয়র আবুল খায়ের আবদুল্লাহর অনুসারীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ও সন্ধ্যায় পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি দলীয় কার্যালয়ের সামনে বিবির পুকুর পারে সাধারণ মানুষকে মিষ্টি খাইয়ে উল্লাস করেন। দুপুরে নগরীর সদর রোড থেকে তারা এই আনন্দ মিছিল শুরু করে। পাঁচ বছর পর বরিশাল নগরের উন্নয়নে একসঙ্গে এতো টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন পেলো বরিশালবাসী। এর আগের পরিষদ ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর কোনো সরকারি বরাদ্দ আনতে পারেনি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। একাধিকবার প্রকল্প জমা দিলেও তা পাস হয়নি। তবে বৃহস্পতিবার মেয়র পদ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘণ্টা পরই বরিশাল নগরের উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদনের খবর আসে। খবর পেয়ে আনন্দ মিছিলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক, যুবলীগ নেতা মাহামুদুল হক খান মামুন, আবু আল অরুণ, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার, মহানগর ছাত্রলীগের সাবেক সম্পাদক অসিম দেওয়ানের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ৪৪ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় ৭৯৭ কোটি টাকা ব্যয়ে বরিশাল সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।