সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত
মেয়াদ পূর্তির চারদিন আগেই বিসিসি মেয়রের পদত্যাগ, পথে পথে সংবর্ধনা

মেয়াদ পূর্তির চারদিন আগেই বিসিসি মেয়রের পদত্যাগ, পথে পথে সংবর্ধনা

Sharing is caring!

অনলাইন ডেক্স: আগামী ১৩ নভেম্বর দায়িত্ব গ্রহণের পাঁচ বছর পূর্তি হচ্ছে বরিশাল সিটির বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর। তার চারদিন আগেই মেয়রের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু’র নিকট দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেন সাদিক আবদুল্লাহ।

পরে সাড়ে ১১টার দিকে নগর ভবন ত্যাগ করেন তিনি। আগামী ১৪ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত দায়িত্ব বুঝে নেবেন। তার আগপর্যন্ত প্যানেল মেয়র নঈমুল হোসেন লিটু মেয়রের দায়িত্ব পালন করবেন।

এদিকে, শেষ কর্মদিবসে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা জানানো হয়েছে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহকে। যা বরিশাল সিটি করপোরেশনের ইতিহাসে প্রথম। এর আগে তিনজন মেয়র দায়িত্ব পালন করলেও কাউকেই দেয়া হয়নি বিদায় সংবর্ধনা। তবে চতুর্থ পরিষদের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে নাগরিক সংবর্ধনা জানানো হয়।

এ সংবর্ধনার আয়োজন করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। তাকে নগর ভবন থেকে নগরীর কালীবাড়ি রোড সেরনিয়াবাত ভবন পর্যন্ত পথে পথে ফুলেলে সংবর্ধনায় সিক্ত করা হয়। তার আগে মেয়র সাদিককে নগর ভবনের ছবি এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানান কর্মকর্তা-কর্মচারীরা। দায়িত্ব হস্তান্তর করে নগর ভবনের বাইরে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে নিজের দায়িত্বকালিন সময়ে সকল ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেন, এখন থেকে আমি সাধারণ মানুষ। সেয়র না থাকলেও সব সময় নগরবাসির পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। পরে সাদিক আবদুল্লাহ নগর ভবন থেকে বেড় হয়ে পায়ে হেটে নগরীর কালীবাড়ি রোডে নিজ বাসা সেরনিয়াবাত ভবনে যান।

এসময় চকবাজার, গ্রির্জা মহল্লা, সদর রোড ও কালীবাড়ি রোডের দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেতা-কর্মিরা ফুল ছিটিয়ে তাকে সংবর্ধনা জানান। এ সংবর্ধনা আয়োজনের ফলে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানযটের সৃস্টি হয়। পরে বেলা ১২টায় কালীবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে তাঁকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। বরিশাল সিটির ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু জানান, তিনি প্যানেল মেয়র হিসেবে মেয়রের দায়িত্ব বুঝে নিয়েছেন। আগামী চার দিন পর এই পরিষদের মেয়াদ শেষ হলে ১৪ নভেম্বর নতুন মেয়রের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।

মেয়াদ শেষ হওয়ার ৪ দিন আগেই মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অব্যাহিত নেয়ায় নতুন মেয়রের হাতে তিনি দায়িত্ব বুঝিয়ে দিতে পারছেন না। অপরদিকে আগামী ১৪ নভেম্বর নগর ভবনে মেয়রের দায়িত্বভার বুঝে নিবেন নতুন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। এ উপলক্ষে সাজানো হচ্ছে গোটা নগরী। ওই দিন নতুন মেয়রের অভিষেক অনুষ্ঠানের নানান আয়োজন করা হয়েছে।

যেখানে দেশের চারটি সিটির বর্তমান মেয়রদের অংশগ্রহণের কথা রয়েছে। উল্লেখ্য, গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে বাদ দিয়ে তাঁর চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পান ৩৩ হাজার ৮২৮ ভোট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD