সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক
বাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Sharing is caring!

অনলাইন ডেক্স:  গণআন্দোলনকে সমাজ পরিবর্তনের আন্দোলনে পরিণত করার আহবান জানিয়ে বাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

আজ (৭ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৬তম বার্ষিকী উপলক্ষে বাসদ বরিশাল জেলার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী,সভা পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম এবং বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি বিজন সিকদার প্রমুখ।

বক্তারা বলেন , বাসদ তার জন্মলগ্ন থেকে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন ধারায় লড়াই করে ৪৩ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনায় একটি শোষণমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে। শ্রমিক-কৃষক ও মেহনতী মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১০৬ বছর আগে আজকের দিনে কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়েছিল।

সেই সমাজতন্ত্রের স্বপ্ন নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত সংবিধানের মূলনীতিতেও সমাজতন্ত্র অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু বর্তমান বাংলাদেশে সমাজতন্ত্র তো দূরের কথা, ন্যুনতম গণতান্ত্রিক ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়নি। বক্তারা বলেন, একদিকে স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদ একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে, আরেকদিকে দেশে সংঘাত-সংঘর্ষের এক ভয়াল পরিস্থিতি তৈরি হচ্ছে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের জীবন ওষ্ঠাগত, কিন্তু সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যার্থ। সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ না করতে পারলেও বিরোধী মত দমনে সরকার সারাদেশে গ্রেফতার অভিযান চালিয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বক্তারা অবিলম্বে একগুঁয়েমি পরিহার করে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তদারকি সরকারের রূপরেখা চূড়ান্ত করার আহবান জানান এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান। একইসাথে বক্তারা অবস্থা বদলের পাশাপাশি লুটপাটের এই ব্যবস্থা বদলের মাধ্যমে শ্রমিক-কৃষক মেহনতী মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার জন্য জনগণের প্রতি আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD