মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
দিনে দুপুরে কিশোরকে ছুরিকাঘাতে হ/ত্যা/র চেষ্টা বাউফলে এক প্রসূতির জরায়ুর ভিতরে সিজারিয়ান কাচি পাওয়ার অভিযোগ ‘শীগ্রই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে’ বিচারপতি জেবিএম হাসান কুয়াকাটায় ২দিন ব্যাপী শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে নারীপক্ষের আয়োজনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা বাউফলে জেলেদের মাঝে (বিজিএফ) এর চাল বিতরণে অনিয়ম স্বল্পমূলে তৈরিকৃত ১৯২ জন জেলেদের মাঝে লাইফবয়া বিতরণ পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে,ঘুমন্ত অবস্থায়  র‍্যাব সদস্যর মৃ/ত্যু কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময় বাউফলে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষকসহ আহত-৩ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ কলাপাড়ায় বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ম/র/দে/হ উদ্ধার মহিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের টিন ও নগদ টাকা প্রদান
খালেদা জিয়ার মুক্তি-উন্নত চিকিৎসার দাবিতে বরিশালে অনশন

খালেদা জিয়ার মুক্তি-উন্নত চিকিৎসার দাবিতে বরিশালে অনশন

????????????????????????????????????

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বরিশালে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে দক্ষিণ জেলা বিএনপি এবং দলীয় কার্যালয় সমানে উত্তর জেলা বিএনপি ও মহানগর বিএনপি পৃথকভাবে এ অনশন কর্মসূচির আয়োজন করে।

পাশাপাশি স্বল্প দূরত্বের মধ্যে একই সময়ে পৃথকভাবে দুটি অনশন কর্মসূচি হওয়ায় উভয়ের মাইকের বিকট আওয়াজে নেতাদের বক্তব্য শুনতে বিড়ম্বনায় পড়তে হয়ে কর্মী-সমর্থকদের। গোটা সদররোডে শব্দের জট ছাড়া নেতাদের বক্তব্য সঠিকভাবে কেউই শুনতে পারেননি। তবে উভয় কর্মসূচিতেই নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। যেখানে হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এসে অনশনে অংশ নেন তারা।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুল কবির জাহিদ ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চালনায় উত্তর জেলা এবং মহানগর বিএনপির অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগরের আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক।

বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খানসহ মহানগর ও উত্তর জেলা বিএনপিসহ মহিলা দল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

অপরদিকে, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালম শাহিনের সঞ্চালনায় তাদের কর্মসূচিতে সভাপতিত্ব করেন আহ্বায়ক আবুল হোসেন খান।

দক্ষিণ জেলা বিএনপির অনশন কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিনসহ দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন পর্যায় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, তাদের নেত্রী গুরুতর অসুস্থ, তাকে উন্নত চিকিৎসার জন্য এখনই বিদেশে পাঠানো প্রয়োজন। কিন্তু সরকারের টালবাহানায় খালেদা জিয়ার কিছু হলে এর থেকে রেহাই পাবে না আওয়ামী লীগ সরকার। তারা সবকিছু অন্ধকারে রেখে ফের একটি পাতানো নির্বাচনের পথে হাঁটছে, যা এই বাংলার মাটিতে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD