বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
ক্রাইম সিন ডেস্ক: বরিশাল নগরীর বাঘিয়া ২৯ নং ওয়ার্ডের দীর্ঘ দিন থেকে বেদখ থাকা পিতা সম্পত্তির সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের হাত থেকে বাপ-দাদার সম্পত্তি ভুক্তভোগী সন্তানকে উদ্ধার করলে দিলো স্থানীয় জনপ্রতিনিধিরা।
নগরীর বাঘিয়ার স্থানীয় বাসিন্দা মৃত আবদুল আলী সরদার এর ছেলে মৃত খায়রুল বাশারের স্ত্রী সালমা আক্তার এর সন্তান তাহসিন সরদার পিতা খায়রুল বাশার জীবিত না থাকায় এতিম সন্তানকে নিয়া খুব কষ্টে জীবন যাপন করতো খায়রুল বাশারের স্ত্রী সালমা আক্তার স্বামীর জমি থাকার পড়েও বিভিন্ন সময় সন্তানকে নিয়া ভাড়া বাসায় থাকতে হয় সালমা আক্তারকে।
তবে খায়রুল বাশারে ছেলে তাহসিন সরদার পিতার উত্তার অধিকার হিসাবে পিতার সম্পত্তি আপন আত্মীয় না থাকায় চাঁচতো চাচাদের কাছে পাঁচ ছয় বছর ধরে সম্পত্তি দাবী করেলেও পিতার সম্পত্তি বুজিয়ে না দেওয়ায় গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে বাঘিয়া ২৯ নং ওয়ার্ডে সরে জমিনে গিয়ে দখলদারদের কবল থেকে জমি দখল মুক্ত করে খায়রুল বাশারে ছেলে এতিম তাহসিন সরদারকে জমি বুঝিয়ে দিলো স্থানীয় জনপ্রতিনিধিরা ৷
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের কাউন্সিল মো: ফরিদ আহম্মেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম মাষ্টার, সজল হাং,সমাজ সেবক জামাল হোসেন,আওয়ামীগ নেতা আবদুল হাকিম সরকার ও স্থানীয় সাংবাদিক এনায়েত হোসেন মোল্লা।