বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষক সমিতি কামরুজ্জামান গ্রুপ বরিশাল আঞ্চলিক শাখার কার্যনির্বাহী পরিষদের এক বর্ধিত সভা ১ সেপ্টেম্বর ২০২১ রোজ বুধবার সকাল দশটায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: ইসহাক সাহেবের সভাপতিত্বে বরিশাল রায় রোডস্থ খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সভায় আঞ্চলিক কমিটির সকল জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য বৃন্দ সহ প্রায় দুইশত শিক্ষকের উপস্থিতিতে আলোচ্য বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন বাবুগঞ্জ উপজেলা সভাপতি জনাব আবু জাফর মোহাম্মদ সালেহ, স্বরুপকাঠী উপজেলার সভাপতি নির্মল চন্দ্র ঢালী, বরিশাল আঞ্চলিক শাখার যুগ্ন সম্পাদক এ.কে.এম. জামাল, সহ-সভাপতি মো: হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো: মোসলেম উদ্দিন তালুকদার সহ অন্যান্ন শিক্ষক নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক সঞ্চয় কুমার খান। সভায় সর্বসম্মতিক্রমে বরিশাল আঞ্চলিক শাখার প্রয়াত সভাপতি আব্দুল খালেক ও সাধারন সম্পাদক মোজাম্মেল হকের শুন্য পদে মো: ইসহাক (সভাপতি) ও সঞ্চয় কুমার খান (সাধারন সম্পাদক) কে দায়িত্ব দেওয়া হয়।