মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
৭ই মার্চ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫ তম কারাবন্দি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের উত্তর জেলা যুবদলের আয়োজনে বিকাল ৫টায় নগরীর সদর রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কবির উদ্দিন আফসারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুর আলম মিলন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বরিশাল উত্তর জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সুজন, যুবদল নেতা নুরে আলম বাবু, সরোয়ার হোসেন বাদল, নাজমুল হুদা রাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কাজী কাওসার হোসেন রহিম, জেলা যুবদল নেতা তানজিম আহমেদ, মোঃ রায়হান আলী আকবর সম্রাট প্রমুখ।
বক্তৃতায় যুবদল নেতা সাইফুল ইসলাম সুজন বলেন, ‘তারেক রহমান মানি সূর্য উদয়, তারেক রহমানকে কখনো ঢেকে রাখা যাবেনা। আঁকাশে অমানিশার যত অন্ধকারই থাকুক, আলো আসবেই।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমান বাংলাদেশকে আলোকিত করবে, মাফিয়া সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দিবেন। তারেক রহমান মানে সম্ভবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি। বাংলাদেশ থেকে আবু জাহেল বংশধর বিদায় নেবেই, সময়ের অপেক্ষা শেষ, বিজয় আসবেই।’
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া-মোনাজাত করা হয়।