বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
বরিশালে ৩ দিনব্যাপী বিআরইউ’র সাংবাদিকদের জন্য ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ এর সমাপনী ও সনদ বিতরণ।
আজ ১৬ জানুযারি শনিবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক দের অংশগ্রহণে বিআরইউ’র সাংবাদিকদের জন্য ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়।
আজ প্রশিক্ষণ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি ও পিআইবির প্রশিক্ষক সুশান্ত ঘোষ, সাবেক সভাপতি আলী খান জসিম, সভাপতি নজরুল বিশ্বাস, সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভসহ বিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিক দের মাঝে সনদ বিতরণ করেন।