মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
সভায় সর্বসন্মতিক্রমে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন (এনটিভি) বরিশালের ক্যামেরাজার্নালিস্ট গোবিন্দ সাহাকে আহবায়ক, দীপ্ত টিভির ক্যামেরাজার্নালিস্ট মো. আবুল বাসার, চ্যানেল ২৪ ক্যামেরাজার্নালিস্ট রুহুল আমিন ও নিউজ ২৪ ক্যামেরাজার্নালিস্ট মো. শাহিন হাওলাদার সুমনকে যুগ্ন আহবায়ক এবং যমুনা টিভি ক্যামেরাজার্নালিস্ট মো. আনিচুর রহমান, এসএটিভি ক্যামেরাজার্নালিস্ট নারায়ন সাহা ও চ্যানেল আই ক্যামেরাজার্নালিস্ট আরিফুর রহমানকে সদস্য করে বরিশাল টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও সংগঠনে বাকি সদস্যরা হলো, সময় টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট কাজী মাহমুদুন নবী, দেওয়ান আমিন, ইনডিপেনডেন্ট টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট দেওয়ান মোহন, বাংলা ভিশন টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট মো. কামাল হাওলাদার, ডিবিসি নিউজ টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট সুজয় দাস।