মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মন্দির পাহারা দিচ্ছে চরমোনাই পীরের সেচ্ছাসেবকরা। আজ দুপুর থেকে চরমোনাই পীরের ইসলামি আন্দোলনের কর্মিদের সমন্বয়ে গঠিত সেচ্ছাসেবকরা পাহারায় ৩০০ জন নিয়োজিত রয়েছে। ওই দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে বরিশাল মহানগরির ফজলুল হক এভিনিউ রোডে বিকেল ৩টায় মঞ্চ গেড়ে সমাবেশ ও ‘বিজয় র্যালী’ আয়োজন করেছে ইসলামি আন্দোলন। প্রায় লাখ মুসল্লির ঢল নামে সেখানে। এ সময়টুকুতে অন্য কেউ এসে চলমান ইস্যূর বঙ্গবন্ধুর ভাস্কর্য-মূর্যাল ও মন্দির ভাংচুর করে নাশকতার ক্ষেত্র তৈরি করে ইসলামি আন্দোলনের উপর দায় চাপাতে না পারে সেজন্যই নিজস্ব সেচ্ছাসেবকদের দিয়ে ভাস্কর্য-মূর্যাল ও মন্দির পাহারা দেওয়ার সিদ্বান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বশীল সূত্র। একাজে মহানগরীর প্রত্যেকটি মন্দির ও বঙ্গবন্ধুর ভাস্কর্য-মূর্যালের ৪টি স্থান মিলিয়ে তিনশত কর্মি কাজ করছে। সরেজমিনে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে থাকা ভাস্কর্য পাহারা দিতে দেখা গেছে ।