মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
বরিশাল সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এর জানাজার নামাজ আজ নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক দুলাল, কাশিপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান লিটন মোল্লা সহ বাস মালিক সমিতি ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। জানাজা শেষে তাকে নিজ বাসভবন ফিসারী রোড এলাকায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ দিন তিনি লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন।