বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
জনগনকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে বরিশাল নগরীর ৫টি পয়েন্টে একযোগে ক্যাম্পেইন করেছে জাগো ফাউন্ডেশন নামে একটি সংগঠনের ইউথ উইং ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীর ৫টি পয়েন্ট সদর রোড, নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল, নদী বন্দর এবং মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে একযোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় মাস্ক ব্যবহারের সুফল-কুফল সম্পর্কে নানা সচেতনতামূলক শ্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করেন তারা।
‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ এর সদস্য মো. রাকিন বলেন, জনগনকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে সারা দেশের ৮ বিভাগীয় শহর এবং ৬৪ জেলায় গতকাল একযোগে এই ক্যাম্পেইনের আয়োজন করে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’। শীতে করোনার দ্বিতীয় ধাপ থেকে জনগনকে রক্ষার জন্য সবাইকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।