বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
গত ৩১/১০/২০২০ তারিখ নগরীর সেলিব্রেশন পয়েন্টে অনুষ্ঠিত হলো জনপ্রিয় কন্ঠশিল্পী শওকত রাজীব এবং দেশের স্বনামধন্য মাল্টিমিডিয়া নির্মাতা প্রতিষ্ঠান “ড্রীম আই” এর মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান।
চুক্তি অনুযায়ী কণ্ঠশিল্পী শওকত রাজীবের তুমিহীনা আমি, আমার ভালোবাসা, রূপের মাইয়া, যদি এমন হতো, কতো কথা কতো ব্যথা, ভাবনাগুলো, বৃষ্টি, বিজয়ের গান- ১, বিজয়ের গান -২, মনের ভেতর আরেকটা মন শিরোনামের এই ১০ টি একক মৌলিক গান ড্রীম আই প্রযোজিত বিভিন্ন নাটক, ফিল্ম এবং মিউজিক্যাল ফিল্মে ব্যবহৃত হবে। গানগুলোর মিউজিক কম্পোজিশন করেছেন মিন্টু চৌধুরী। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নির্মাতা প্রতিষ্ঠান “ড্রীম আই ” এর পক্ষে প্রতিনিধিত্ব করেন আদিত্য হৃদয়। এই চুক্তির মাধ্যমে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি কিছু হৃদয়ছোয়া গানে সমৃদ্ধ হবে বলে উপস্থিত বিভিন্ন শিল্পী, সুরকার, গীতিকার এবং অন্যন্য সুধীমন্ডলী আশাবাদ ব্যাক্ত করেন।