রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
বরিশাল বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্স ৪০৭ হোল্ডিং নম্বরের ভবনের তৃতীয় তলায় ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে এ কার্যালয়ের উদ্বোধন করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
এসময় বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন বরিশাল বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জিয়াউর রহমান, সহকারী পরিচালক আতিকুল আলম, বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিনসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
উপ-পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, বিআরটিএ কার্যালয় এতদিন স্থানের অভাবে অফিসের কার্যক্রম পরচিালনা করতে কষ্ট হতো। যেহেতু এখন আলাদা কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে এখন মানুষ তাদের কাঙ্খিত সেবা আরও দ্রুত পাবে।