শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
অেনলাইন ডেক্স:টেকনাফে অভিযান পরিচালনা করে এক লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। আজ বুধবার ভোররাতে সাবরাং ইউনিয়নের লাফারঘোনা বরাবর নাফ নদী থেকে ইয়াবার এ চালানটি জব্দ করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে, কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, ভোর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধীনস্থ টেকনাফ বিওপি’র একটি বিশেষ টহলদল নাফ নদীতে তাদের নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় টহলদল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, লাফারঘোনা বরাবর নাফ দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদে টহলদল দ্রুত ওই এলাকায় গমন করে। কিছুক্ষণ পর কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকাযোগে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি দেখে পার্শ্ববর্তী গ্রামে দ্রুত পালিয়ে যায়।
ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে দুইটি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লক্ষ টাকা বলে জানা