শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
বরিশালে পবিত্র ঈদুল আযহা ( কুরবানী) উদযাপন শেষে কর্মস্থল ও বসবাসরত অবস্থানে ফিরে যেতে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ঢাকা ও চাঁদপুরগামী যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুন। কিন্তু শারীরিক দূরত্ব মানছে না যাত্রীরা বিআইডব্লিউটিএ কর্মকর্তারা মাইকিং করছে শারীরিক দূরত্ব জন্য কিন্তু তাদের নজরদারি ছিলনা ।অধিকাংশ যাত্রীগণ মুখে মাক্স ব্যবহার না করে চলাচল করছে ।যাত্রীদের উপচে পড়া ভিড়ে নির্ধারিত সময়ের আগেই ঢাকার উদ্দেশ্যে বরিশাল লঞ্চঘাট ছেড়ে যাচ্ছে নিয়মিত চলাচলকারী লঞ্চগুলি। এতে বিপাকে পড়েছে কয়েক হাজার যাত্রি।কেউ আগেভাগে লঞ্চে উঠতে না পেরে ফের বাড়ি চলে যাচ্ছে। এমতাবস্থায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে সপ্তাহব্যাপী শুধু বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের স্পেশাল সার্ভিস চালুর অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। বরিশাল বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, লঞ্চের নিয়মিত ও স্পেশাল সার্ভিসে মোট ১৫ টি লঞ্চ যুক্ত হয়েছে। যা আগামী সপ্তাহব্যাপী প্রতিদিন ৯/১০ টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।আজ শনিবার ফলে যাত্রিদের চাপে নির্ধারিত সময়ের আগেই ঢাকার উদ্দেশ্যে বরিশাল লঞ্চঘাট ছেড়ে যাচ্ছে নিয়মিত চলাচলকারী লঞ্চগুলি।