রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তি সংখ্যা প্রায় ছয় হাজার। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৭ জন।
সুস্থ হয়েছেন মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি।
বিভাগের ছয় জেলার মধ্যে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে বরিশাল জেলায়। তবে মৃত্যুর হার সবচেয়ে বেশি পটুয়াখালীতে।
শনিবার (০১ আগস্ট) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪৪ জন।
এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯২১ জনে। সুস্থ হয়েছেন তিন হাজার ৬৮১ জন। বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ।
১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে শনিবার পর্যন্ত ১৪৫ দিনে বরিশাল জেলায় নতুন ২৮ জনকে নিয়ে মোট দুই হাজার ৪৭৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ১১ জনসহ মোট এক হাজার ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ জন শনাক্ত নিয়ে ৫৩২ জন, পিরোজপুর জেলায় নতুন ১২ জন সহ মোট ৭৩৫ জন, বরগুনা জেলায় নতুন ১৬ জনসহ মোট ৬৫৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন শনাক্ত পাঁচজন সহ মোট ৪৯০ জন আক্রান্ত।
বরিশাল জেলায় এক হাজার ৫৭৮ জন, পটুয়াখালী জেলায় ৬৩১ জন, ভোলা জেলায় ৩৮১ জন, পিরোজপুর জেলায় ৪০০ জন, বরগুনা জেলায় ৪১৪ জন এবং ঝালকাঠি জেলায় ২৭৭ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে বরিশাল জেলায় ৪৪ জন, পটুয়াখালী জেলায় ৩০ জন, ভোলায় ৬ জন, পিরোজপুর জেলায় ১২ জন, বরগুনা জেলায় ১৩ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।