শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে জহিরুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার তোরেয়া ইউনিয়নের দলমপাড়া এ ঘটনা ঘটে।
জহিরুল পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া প্রধানপাড়া এলাকার মৃত রহিমের ছেলে। তবে তিনি তোরেয়া দলমপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে শশুরবাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানায়, সকালে নিজ জমিতে আমন ধানের চারা রোপণ করতে যান জহিরুল। এসময় বৃষ্টির শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।