মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন ডেক্স:সুন্দরবন থেকে নৌকাসহ ৩০ কেজি হরিণের মাংস, ২টি মাথা ও ৮টি পা জব্দ করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ।
রোববার (২৬ জুলাই) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে ২টি নৌকাসহ এসব জব্দ করে।
উদ্ধারকৃত মাংস, মাথা ও পা মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ কবির বলেন, সকালে নিয়মিত টহলের সময় চাড়াখালী খালে ২টি নৌকা ও কয়েকজন লোককে দেখতে পেয়ে তাদের ডাকলে তারা বনের পাশে নৌকা থামায়। পরে বনরক্ষীরা কিছু বোঝার আগেই তারা দৌড়ে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা পাওয়া যায়। বন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মাখা-মাংস আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।