শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ২০০৪ সালে দক্ষিণ কোরিয়ার অন্যতম মানবাধিকার সংগঠনের দেয়া পুরস্কার তারা প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছে। রোহিঙ্গা হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে সু চিকে দেওয়া বেশ কয়েকটি পুরস্কার প্রত্যাহার করেছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।
দক্ষিণ কোরিয়ার মানবাধিকার সংস্থাটি জানায়, সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের ব্যাপারে তার উদাসীনতার কারণে তারা এটি তুলে নিচ্ছে। মঙ্গলবার আয়োজকরা একথা জানান।
সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকায় সু চি ওই সময় গোয়াংঝু মানবাধিকার পুরস্কার গ্রহণ করতে পারেননি। তার দল মিয়ানমারের ক্ষমতা গ্রহণের পর শান্তিতে নোবেল জয়ী এ নেত্রী স্টেট কাউন্সিলরের উপাধি পান। কিন্তু রোহিঙ্গাদের ওপর চরম নৃশংসতা চলাকালে তিনি একেবারে উদাসীন থাকায় তাকে জোরালোভাবে অভিযুক্ত করা হচ্ছে।
মেমোরিয়েল ফাউন্ডেশনের মুখপাত্র চো জিন-তায়ে বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার ব্যাপারে তার উদাসীনতা এ পুরস্কারের মূল্যবোধ পরিপন্থী।’