শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: মেঘনা গুলজারের পরিচালনায় এই প্রথমবার অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। অ্যাসিড অ্যাটাক সার্ভাইবার লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে এই ছবি। চূড়ান্ত হয়েছে ছবির নাম ও প্রধান অভিনেতা। নায়কের নাম বিক্রান্ত।
ছবির জন্য ‘ছপক’ নামটি শেষপর্যন্ত ঠিক করা হয়েছে বলে জানালেন মেঘনা। বললেন, দু’টা নামের মধ্যে ঘোরাফেরা করছিলাম আমরা, ‘গন্ধক’ আর ‘ছপক’। পরের নামটা শুনেই সবার মনে হয়েছিল ছবিটা অ্যাসিড ভায়োলেন্স নিয়ে তৈরি।
যেন কোনও তরল ছিটকে আসার শব্দ। উপমহাদেশে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ‘গন্ধক’। সেই কারণে এই নামটা উঠে এসেছিল সাজেশান হিসেবে। তবে ছবির বিষয় অনুযায়ী দ্বিতায় নামটাই পছন্দ হয় সবার।
‘ছপক’-এ দীপিকার সঙ্গে অভিনয় করতে চলেছেন বিক্রান্ত মাসে। এই প্রসঙ্গে মেঘনা বললেন, ছবির বাকি কাস্ট ধীরে ধীরে ঠিক হচ্ছে। তবে ‘ডেথ ইন দ্যা গঞ্জ’ দেখার পর থেকেই আমি বিক্রান্তের সঙ্গে কাজ করতে চাইতাম। এই ছবিতে বিক্রান্ত এক উত্তর ভারতীয় ছেলে। সে নিজের প্রফেশন ছেড়ে অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, সেই কারণে সে অ্যাসিড ভায়োলেন্সের বিরুদ্ধে একটা ক্যাম্পেন শুরু করে। এই কাজ করতে গিয়ে ছেলেটির দেখা হয় দীপিকার সঙ্গে। বিক্রান্তকে এই ছবিতে পেয়ে আমরা খুবই এক্সাইটেড।