শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
অনলাইন ডেক্স:চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জসিম উদ্দিন নামে একজন নিহত হয়েছে। ভোরে নগরের ডবলমুরিং থানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, জসিম শিশু হত্যা মামলার আসামি।
ডবলমুরিং থানা পুলিশ জানান, শিশু মেহরাব হত্যা মামলায় জসিমকে ধরতে ঝরনা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জসিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় জসিম গুলিবিদ্ধ হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর
তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।
পুলিশের দাবি, গোলাগুলিতে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত জসিম উদ্দিনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং, হালিশহর, বন্দর থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইয়ের অভিযোগে ১৩টি মামলা রয়েছে।