মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার জন্য ইচ্ছা পোষণ করেন। তবে মঙ্গলবারের নিলামে তিনি দল পাননি। এর আগে ২০১৬ সালেও আইপিএল-এ খেলার ইচ্ছা পোষণ করেও দল পাননি এই উইকেট রক্ষক।
জানা গেছে, এবারে আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিতে ২০ জন বিদেশি ক্রিকেটারের স্লট ফাঁকা ছিল। তার পরেও তারকা এই খেলোয়াড়কে নিলামে কেনার ব্যাপারে মঙ্গলবার কোনো দলই আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত থেকে যান ৫০ লাখ টাকা ভিত্তি মূল্যের মুশফিকুর রহিম।
যদিও মাহমুদউল্লাহ রিয়াদ এখনো নিলামে উঠেননি। তারও ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা। কাল বুধবার তাকে নিলামে তোলা হবে। মাহমুদউল্লাহ দল পান কি না, সেটাই এখন দেখার বিষয়।
এবার নিলামে উঠতে হচ্ছে না সাকিব আল হাসানকে। সানরাইজার্স হায়দরাবাদ তাকে ছেড়েই দেয়নি। অন্যদিকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও তাকে আইপিএলেই দেখা যাবে না।