মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন ডেক্স:খুলনায় করোনা আক্রান্ত এক রোগীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। নগরীর বয়রায় ডায়াবেটিক হাসপাতালে প্রতিস্থাপিত করোনা ডেডিগেটেড হাসপাতালে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আউটসোসিং সদস্য নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে গৃহবধূ গত ৬ জুন হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর থেকে নজরুল প্রায়ই রাতে তাকে উত্ত্যক্ত করার পাশাপাশি কুপ্রস্তাব দিত। সোমবার রাতে ওয়ার্ডে ওই গৃহবধূকে একা পেয়ে নজরুল কুপ্রস্তাব দেয়াসহ তাকে যৌন হয়রানি করে। ঘটনাটি দায়িত্বরত নার্সরা দেখে ফেললে নজরুল দ্রুত স্থান ত্যাগ করে। রাতে ঘটনাটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে জানানো হলে তাৎক্ষণিক নজরুলকে অব্যাহতি দেয়া হয়।
পরিচালক জানান, নজরুল মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে আউট সোর্সিংয়ে নিয়োগ পায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।