বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জেলহাজতে অসুস্থ হয়ে আ.লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু দলের সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার হেভিওয়েট ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, উপদেষ্টা ফারুকী খালেদা জিয়ার দাফন প্রক্রিয়ার কিছু মুহূর্ত খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনীতিকদের উপস্থিতি নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, চলছে কুরআনখানি ও শোক বইয়ে স্বাক্ষর দুমকিতে ছাত্রলীগ নেতার সাথে ছবি থাকায় ছাত্রদল নেতা গ্রেপ্তার জিয়া উদ্দিন সিকদার কে ১৭ নং ওয়ার্ড বিএনপির সংবর্ধনা প্রার্থীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি: সাইফুল হক প্রার্থীদের ক্যাম্পিং ও জনগণের ভোটের নিরাপত্তা পেলেই নির্বাচন সুষ্ঠু হবে – ব্যারিস্টার ফুয়াদ মৃত চাচার পালক পুত্রকে ওয়ারিশ হিসেবে উপস্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন বরিশাল-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, কতজন তুললেন জমা দিলেন তারেক রহমান ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী: পার্থ
বরিশাল বিশ্ববিদ্যালয় চালু হলো স্বাস্থ্যবিধি মেনে

বরিশাল বিশ্ববিদ্যালয় চালু হলো স্বাস্থ্যবিধি মেনে

Sharing is caring!

সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে অফিস কার্যক্রম শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

বুদবার উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ৫ দপ্তর প্রধানদের নিয়ে এক সভা শেষে এ কার্যক্রম শুরু হয়।

সভায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোঃ মুহসিন উদ্দীন ও প্রক্টর ড. সুব্রত কুমার দাস উপস্থিত ছিলেন।

সবার নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে জীবাণুনাশক টানেল।বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করতে হলে যেতে হবে এই টানলের ভেতর দিয়ে।

থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে শারীরের তাপমাত্র। এছাড়া ফগার মেশিন দিয়ে জীবাণুনাশক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফ্লোর, অফিস এবং পরিবহণ পুলের বাস, মাইক্রোবাস।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন জানান, সীমিত জনবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে অফিস কার্যক্রম শুরু করেছি।মাস্ক পরা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী সরকারি নির্দেশনা আসলেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এছাড়া পূর্বের নির্দেশনা অনুযায়ী চালু আছে পরীক্ষামূলক অনলাইন ক্লাস কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিপ্রয়োজনীয় ও আবশ্যকীয় অফিসমূহ ( ভাইস-চ্যান্সেলরের অফিস, রেজিস্ট্রার কার্যালয়, অর্থ ও হিসাব শাখা, প্রকৌশল শাখা, মেডিকেল সেন্টার, পরিবহন পুল) দপ্তর প্রধানের নির্দেশনা মোতাবেক ন্যূনতম জনবল নিয়ে রোস্টার প্রণয়ন পূর্বক চালু থাকবে।

অফিস চলাকালীন সময় সকলকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখাতে হবে।
অন্তঃসত্তা মহিলাগণ এবং সর্দি, কাশি, জ্বরসহ অন্যান্য গুরতর অসুস্থ ব্যক্তিকে দপ্তর প্রধানকে অবহিতপূর্বক অফিসে আসা থেকে বিরত থাকার জন্য বলা হয়।

বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নানা পদক্ষেপের জন্য উপাচার্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সিমিতি।

শিক্ষক সিমিতি সাধারণ সম্পাদক ড. মোঃ খোরশেদ আলম জানান, সমিতির পক্ষ থেকে মাননীয় উপাচার্য মহোদয়কে অনুরোধ করা হয়েছিল জীবাণুনাশক টানেল, থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক দ্বারা অফিস পরিষ্কারের জন্য ফগার মেশিন, বাস-মাইক্রোবাস পরিষ্কারের জন্য কেমিক্যালস ইত্যাদি সরবরাহ নিশ্চিত করার জন্য। মাননীয় উপাচার্য মহোদয় এটা প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা বিবেচনা করে এ বিষয়ে নির্দেশনা দেন এবং গতকাল জীবাণুনাশক টানেল স্থাপন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD