রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অপসো স্যালাইন চাকুরীচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃক ভূমিহীন ১৩৬ পরিবারের পুনর্বাসন এবং ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশের পরিবর্তে জালিয়াতির মাধ্যমে ২ একর জমির দলিল,  আটক-১ গলাচিপায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন উপকূল দিবসের দাবীতে৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন বরিশাল কারাগারে ফ্যাসিস্ট দুই কর্মকর্তার ছত্রছায়ায় চলছে অনিয়ম দুর্নীতি মহিপুরে ৩৭ কেজির এক ‘কালো পোয়া’ বিক্রি একলক্ষ ১১ হাজার পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাউফলে কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ কলাপাড়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ম/র/দে/হ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য সভাপতি মোহসীন, সম্পাদক বিপু।কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
প্রথমবার ট্রেবল জয়ের মিশনে টিম টাইগার

প্রথমবার ট্রেবল জয়ের মিশনে টিম টাইগার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা কখনই ঘটেনি। কখনও টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ, হেরে গেছে টি-টোয়েন্টিতে। কখনও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জিতেছে তো হেরে গেছে টেস্টে। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে বাগে পেয়েছে টিম টাইগার। টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সুযোগ টি-টোয়েন্টি সিরিজ জয়ের। ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশ যতটা দুর্বল, উইন্ডিজ ততটাই শক্তিশালী। কিন্তু আশা জাগাচ্ছে সর্বশেষ লড়াই।

সোমবার বেলা ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে স্বাভাবিকভাবেই অনেক কিছু নিজেদের পক্ষে থাকবে। তাছাড়া সর্বশেষ ১১ টি-টোয়েন্টিতে ৯টিই হেরেছে উইন্ডিজ। তাই প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছেন, প্রথমবারের মতো ট্রেবল জয়ের কীর্তি গড়তে মাঠে নিজেদের উজাড় করে দেবে তার শিষ্যরা। এই সম্ভাবনায় ক্রিকেটাররা দারুণ রোমাঞ্চিত।

রোডস বলেন, ‘অবশ্যই সম্ভব (ট্রেবল জয়)। আমরা নিজেদের সেরা চেষ্টাই করব। ওদের তিনটা সিরিজেই হারাতে আমাদের খুব ভালো লাগবে। এই দলটি ভারতের বিপক্ষে সিরিজে ম্যাচ জিতেছে, আমাদের বিপক্ষেও সিরিজে ম্যাচ জিতেছে। তবে অবশ্যই ওরা কোনো সিরিজ না জিতে ক্যারিবিয়ানে ফিরে যেতে চাইবে না। তাই এটা হবে ভীষণ কঠিন। আমি বাংলাদেশের সব ক্রিকেট ভক্তকে বলতে পারি, তিনটি সিরিজেই জিততে আমরা নিজেদের উজাড় করে দেব।’

সবাই জানে যে টি-টোয়েন্টি ফরম্যাটে উইন্ডিজের ক্রিকেটাররা বিশ্বের সেরা। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের বিপুল চাহিদা। বিষয়টি মাথায় রেখেই দেশের মাটিতেও বাংলাদেশকে ফেবারিট মানতে নারাজ রোডস, ‘ফেভারিট কে? আমি ঠিক নিশ্চিত নই। এই সংস্করণে ওরা আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। টি-টোয়েন্টিতে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের পরিকল্পনা মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়া আর সিরিজ জেতা। আমরা ওয়ানডেতে ভালো খেলেছি, সেখান থেকে অনেক আত্মবিশ্বাস নিতে পারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD