বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস’র মানববন্ধন ও সভা কুয়াকাটায় অজ্ঞাত ব্যাক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বেনা কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি তারেক রহমানের নির্দেশে মুমূর্ষু শ্রমিকদল নেতার পাশে জিয়া উদ্দিন সিকদার সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক
প্রথমবার ট্রেবল জয়ের মিশনে টিম টাইগার

প্রথমবার ট্রেবল জয়ের মিশনে টিম টাইগার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা কখনই ঘটেনি। কখনও টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ, হেরে গেছে টি-টোয়েন্টিতে। কখনও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জিতেছে তো হেরে গেছে টেস্টে। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে বাগে পেয়েছে টিম টাইগার। টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সুযোগ টি-টোয়েন্টি সিরিজ জয়ের। ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশ যতটা দুর্বল, উইন্ডিজ ততটাই শক্তিশালী। কিন্তু আশা জাগাচ্ছে সর্বশেষ লড়াই।

সোমবার বেলা ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে স্বাভাবিকভাবেই অনেক কিছু নিজেদের পক্ষে থাকবে। তাছাড়া সর্বশেষ ১১ টি-টোয়েন্টিতে ৯টিই হেরেছে উইন্ডিজ। তাই প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছেন, প্রথমবারের মতো ট্রেবল জয়ের কীর্তি গড়তে মাঠে নিজেদের উজাড় করে দেবে তার শিষ্যরা। এই সম্ভাবনায় ক্রিকেটাররা দারুণ রোমাঞ্চিত।

রোডস বলেন, ‘অবশ্যই সম্ভব (ট্রেবল জয়)। আমরা নিজেদের সেরা চেষ্টাই করব। ওদের তিনটা সিরিজেই হারাতে আমাদের খুব ভালো লাগবে। এই দলটি ভারতের বিপক্ষে সিরিজে ম্যাচ জিতেছে, আমাদের বিপক্ষেও সিরিজে ম্যাচ জিতেছে। তবে অবশ্যই ওরা কোনো সিরিজ না জিতে ক্যারিবিয়ানে ফিরে যেতে চাইবে না। তাই এটা হবে ভীষণ কঠিন। আমি বাংলাদেশের সব ক্রিকেট ভক্তকে বলতে পারি, তিনটি সিরিজেই জিততে আমরা নিজেদের উজাড় করে দেব।’

সবাই জানে যে টি-টোয়েন্টি ফরম্যাটে উইন্ডিজের ক্রিকেটাররা বিশ্বের সেরা। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের বিপুল চাহিদা। বিষয়টি মাথায় রেখেই দেশের মাটিতেও বাংলাদেশকে ফেবারিট মানতে নারাজ রোডস, ‘ফেভারিট কে? আমি ঠিক নিশ্চিত নই। এই সংস্করণে ওরা আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। টি-টোয়েন্টিতে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের পরিকল্পনা মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়া আর সিরিজ জেতা। আমরা ওয়ানডেতে ভালো খেলেছি, সেখান থেকে অনেক আত্মবিশ্বাস নিতে পারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD