মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেক্স:খুলনার রূপসায় বালুভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে মিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটে রূপসার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের লকপুর ফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মিম রূপসার লিকলাপুর গ্রামের ইব্রাহিম ঝুনার মেয়ে। তারা রূপসার বাগমারার লকপুর ফিসের সামনে একটি বাড়িতে ভাড়া থাকে।
রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল বলেন, দুপুরে রূপসা সেতুর দিক থেকে বালভর্তি একটি ট্রাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে লকপুর ফিসের সামনে এলে সড়ক পার হওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।