বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
উদযাপিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ‘শ্মশান দিপালী’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-অগ্নিসংযোগ বরিশালে প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে ন্যায্যমূল্যের দোকান প্র‍য়াত স্বজনদের স্বরনে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত আন্দোলন সংগ্রামে নিহতদের জন্য যুবদলের দোয়া মুনাজাত কলাপাড়ায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেকে মারধর পটুয়াখালীতে সাবেক আ’লীগ ও বিএনপি করা দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ১১ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক ৫ জন অনিয়মই যেন নিয়ম চাঁদাবাজির বিরুদ্ধে ইউনিয়ন বি এন পির প্রতিবাদ সমাবেশ গলাচিপায় গনআধিকার পরিষদের সমাবেশে হাজারো মানুষের ঢল কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ‘এইচপিভি’ টিকা প্রদান যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাউফলে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে কলাপাড়া পৌরসভার রাজস্ব লুটে নিচ্ছে দুর্বৃত্তরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ত্রাণ তহবিল গঠনের প্রস্তাব

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ত্রাণ তহবিল গঠনের প্রস্তাব

Sharing is caring!

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থী ও তাদের পরিবার এবং আয়ের পথ বন্ধ হয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে সমাজের এমন অসহায় মানুষদের জন্য একটি ত্রাণ তহবিল গঠনের প্রস্তাব আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বরাবর এমন একটি লিখিত প্রস্তাব দিয়ে তহবিল গঠনের অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সহকারী পরিচালক এস. এম. আরাফাত শাহরিয়ার।

বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে করা আবেদনে বলা হয়ে, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশসহ পুরো বিশ্ব ক্রমশ সংকটময় অবস্থার দিকে যাচ্ছে। এমন অবস্থায় শ্রমজীবী মানুষ, বিশেষ করে দিনমজুরদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। অনেকে সরকারি ত্রাণ পেলেও বেসরকারি প্রতিষ্ঠানে নিম্নপদে কর্মরত ও ছোট ছোট ব্যবসায় যুক্ত অনেকে আছেন, যাদের ঘরে পর্যাপ্ত খাবার না থাকলেও কারো কাছে হাত পাততে পারছেন না।

এতে বলা হয়, এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশালের বাইরের ও আশপাশের জেলার দরিদ্র ছাত্রছাত্রীদের অনেকেই নানা কারণে বরিশালে আটকা পড়ে অর্থকষ্টে ভুগছেন। অনেকে টিউশনি করে নিজের খরচ যুগিয়ে বাড়িতে টাকা পাঠাত, কিন্তু বর্তমানে তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

আবেদনে আরো বলা হয়, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মাননীয় উপাচার্য মহোদয়কে প্রধান উপদেষ্টা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন ও রেজিস্ট্রার মহোদয়কে উপদেষ্টা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি ত্রাণ তহবিল গঠন করা হলে এর মাধ্যমে অনেক অভাবী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

আবেদনটির প্রস্তাবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সম্মানিত কর্মকর্তা এক বা দুদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রদান করলে ফান্ডে এটি বড় অঙ্ক দাঁড়াবে। চাইলে স্বচ্ছল কর্মচারীরাও এতে অবদান রাখতে পারবেন। এটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থী ও তাদের পরিবার, ত্রাণ পায়নি এমন পরিবার এবং লোকলজ্জায় চাইতে পারছে না অথচ অনাহারে-অর্ধাহারে আছে এমন অসংখ্য মানুষের দোরগোড়ায় সরাসরি খাদ্যসামগ্রী বা নগদ উপহার পৌঁছানো সম্ভব হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সহকারী পরিচালক এস. এম.আরাফাত শাহরিয়ার বলেন, ‘তামাম দুনিয়া সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে আমাদের জন্য আরও কঠিন সময় আসছে, এটা অনুমেয়। এ সংকটে সমাজের সচেতন নাগরিক হিসেবে আমাদের কিছু করণীয় আছে। এ কারণেই মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বরাবর সমাজের অসহায় ও হতদরিদ্রদের সহায়তার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে ত্রাণ তহবিল গঠনের জন্য অনুরোধ করেছি।’

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান এরকম এ আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, ত্রাণ তহবিল গঠন হলে আমরাও পাশে থাকব। ক্রান্তিলগ্নে এই তহবিলই হবে আমাদের হাতিয়ার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD