শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাতবাইবেলের দোহাই দিয়ে এ কথাটি বহুকাল ধরে চালু আছে যে অর্থই সব অনর্থের মূল। আসলে কিন্তু বাইবেলে বলা আছে, টাকার নেশা সকল অনিষ্টের মূল (দ্য লাভ অব মানি ইজ দ্য রুট অব অল ইভিল)। এখানে বস্তুত লোভ বোঝানো হয়েছে। লোভের কারণে মানুষ দুঃখে জড়িয়ে যায়। তাই টাকার নেশা থেকে রেহাই নেওয়ার কথা বলা হচ্ছে। তা ছাড়া টাকার নেশায় পড়লে মানুষ স্রষ্টাকেও ভুলে যায়।
আবার সবারই জানা, টাকা ছাড়া ভালো কাজও করা যায় না। টাকা থাকলেই না এতিমখানা, হাসপাতাল গড়া যায়। গড়া যায় বিশ্ববিদ্যালয়, যেখানে নীতিশাস্ত্র শিক্ষা দেওয়া যায়। টাকা ছাড়া জীবন চালানোও মুশকিল। টাকা তো খাবার আর পোশাকেরও সমার্থক। কিন্তু গোল বাধে তখন, যখন টাকা স্ট্যাটাস সিম্বল হয়ে যায়। তখন আর টাকা জীবিকার উপায় থাকে না, হয়ে ওঠে অহংকার আর ক্ষমতা চর্চার মাধ্যম। তাই অর্থ নয়, অর্থের লোভ অনর্থের মূল।