বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
অনলাইন ডেক্স:সাতক্ষীরার তালায় গৃহবধূ রত্না বেগমের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ২১ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা রত্নার ঘরে প্রবেশ করে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর অবস্থায় রত্নাকে প্রথমে তালা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রত্না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হলে বুধবার রাতে তার মৃত্যু হয়।
সকালে রত্নার পিতার বাড়ি খুলনার পাইকগাছার কপিলমুনিতে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।
নিহতের পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে রত্না তাদের কাছে কারা তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে তাদের নাম বলে গেছে। এ ঘটনায় রত্না পিতা রোকন সরদার বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে রত্নার সাবেক স্বামী ও তার লোকজন ঘটনার সাথে জড়িত।