বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধি:
রবি মৌসুম ২০২৫-২৬ উপলক্ষে বাংলাদেশের চার অঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৪ঠা জানুয়ারি বরিশাল সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের বীজ ব্যবহার, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমনসহ রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে টুমচর এলাকার স্থানীয় ৩০জন কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করে এবং পর্যায় ক্রমে সদর উপজেলার সর্বমোট ৩৬০ জন কৃষকরা এই প্রশিক্ষণের আওতাধীন হবেন।
উক্ত আয়োজনে প্রশিক্ষণ প্রদান করেন নাহিদ আফরিন, অতিরিক্ত কৃষি অফিসার,মোঃ রাসেল-মনির, কৃষি সম্প্রসারণ অফিসার,আর এম মেজবাহ উদ্দিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা, মোঃ সাইদুুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা বরিশাল সদর বরিশাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে ফসলের ফলন বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুললে দেশের কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল সদর, বরিশাল। অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।