শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
মোঃ তাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের যু্র্ব ও ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় ০৭/০২/২৫ স্হানঃ মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ ৫০০ আসনে বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফর্তি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অন্যনের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথিঃ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রবিশাল জেলা উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা, প্রধান বক্তাঃ সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা , এম এম সালাউদ্দিন,
বিশেষ মেহমানঃ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহন্দিগঞ্জ থানা আলহাজ্ব ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, বিশেষ বক্তাঃ অর্থ ওকল্যান সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা আব্দুল্লাহ (শিপন সিকদার), সভাপতি ইসলামী যুব আন্দোলন মেহেন্দিগঞ্জ থানা মাওলানা নোমান হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ থানা ও ইউনিয়ন, ওয়ার্ড নেতৃবৃন্দ। সম্মেলনে মেহেন্দিগঞ্জ থানা,
ইউনিয়ন ও য়ার্ড থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি বক্তব্য শেষে পূর্বে কমিটি বিলুপ্ত করে আগামী২০২৫-২০২৬ (২)বছর মেয়াদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সভাপতি হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আঃ আজিজ, সাধারন সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম মাতাব্বার সহ ২১সদস্য বিশিষ্ট কমিটি ও ইসলামী ছাত্র আন্দোলন আগামী ২০২৫ (১)বছর মেয়াদ পূনরায় সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ, সহ-সভাপতি মোঃ হুসাইন আহম্মেদ, সাধারণ সম্পাদক আঃরহিম বিন হারুন সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষণা করেন। এরপর সংগঠনিক দক্ষতা ভিডিওে ৩টি ইউনিয়ন নেতৃবৃন্দ হাতে ক্রেস্ট প্রদান করেন।