বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের বরিশাল সফর উপলক্ষে বরিশাল জেলা দক্ষিণ তাঁতী দলের সাবেক সভাপতি এ্যাড এইচ এম আনিসুর রহমানের সভাপতিত্বে এবং বরিশাল সদর উপজেলা তাঁতী দলের সভাপতি এবং প্রস্তাবিত জেলা দক্ষিণ তাঁতীদলের সাধারণ সম্পাদক এস এম মাইনুল হাসানের সঞ্চালনায় সোমবার বাদ আসর সদর রোড বি এন পি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ তাঁতী দলের প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ সভাপতি সরোয়ার হোসেন সুমন, সহ সভাপতি মোঃ জামাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হানিফ হোসেন রাশেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন,সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ মোমেন,অর্থ সম্পাদক মোঃ মিলন,সদস্য মোঃ বাদল সরদার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম,যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ফরাজী,বাবুগঞ্জ উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ জামাল হোসেন,উজিরপুর উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ আসাদুজ্জামান সহ উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ ।
তৃণমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় তারেক রহমান প্রণীত ৩১ দফা সুষ্ঠুভাবে পৌঁছে দেয়ার জন্য এই সাংগঠনিক সফর মুখ্য ভূমিকা পালন করবে বলে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আবহমান বাংলার সুপ্রাচীন ঐতিহ্য তাঁতশিল্প কে রক্ষা করে তাঁত বস্ত্র কে তার হারানো গৌরব ফিরিয়ে দেয়ার মাধ্যমে অবহেলিত তাঁত শিল্পিদের রক্ষাকল্পে বি এন পির কান্ডারী তারেক রহমানের দিক নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য তাঁতী দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃপ্ত শপথ নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।