বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক নাশকতা মামলার জামিন প্রাপ্ত বরিশাল
মহানগর বিএনপি সংগ্রামি অহবায়ক মনিরুজ্জামান ফারুককে বরিশাল কেন্দ্রীয়
কারাগার থেকে নিয়মিত মামলায় জেলা জজ আদালতে হাজির করা হলেও ঢাকার দুটি
মামলায় আসামী করার কারনে ও সেখানের মামলায় জামিন না হওয়ার কারনে পুনরায় জেল
হাজতে ফিরিয়ে নেওয়ায় আজও মুক্তি পায়নি।
ফারুকের আইনজীবীরা বলেন, আজ বুধবার (১০) জানুয়ারী মনিরুজ্জামান খান ফারুককে
বরিশাল কোতয়ালী পুলিশের দায়ের করা মামলায় জামিনপ্রাপ্ত উক্ত মামলায় নিয়মিত তারিখে
হাজির করা হয়েছিল।
বর্তমানে মনিরুজ্জামান খান ফারুক ২৮ই অক্টোবর ঢাকার বিচারপতির বাসভবনে হামলা
সহ দুটি মামলায় ঢাকার পুলিশ আসামী করা হয়। উক্ত মামলায় জামিন না হওয়ার কারনে
তাকে মুক্ত করা যায়নি।
উল্লেখ্য ৩০ই অক্টোবর কেন্দ্রীয় বিএনপির অবরোধ কর্মসূচি পালনের প্রস্তুতিকালে
মনিরুজ্জামান খান ফারুককে নগরীর নভগ্রাম সড়ক থেকে মডেল থানা পুলিশ গ্রেফতার
করে তথাকথিত নাশকতা মামলার আসামী করা হয় বলে তার আইনজীবীরা জানান।।
পরবর্তী সময়ে বরিশাল জেলা জজ আদালত থেকে তার আইনজীবীরা আইনি লড়াইয়ে
ফারুকের জামিন লাভ করেন।
বর্তমানে মনিরুজ্জামান খান ফারুক ঢাকার মামলায় জেল হাজতে রয়েছে।