সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি বরিশাল মহানগরের ২৫ নং ওয়ার্ড বি এন পির সংগ্রামী সদস্য সচিব মোঃ নুরে আলমের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসীল বাতিল সহ সিইসির অবিলম্বে পদত্যাগ এবং বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার এক দফা দাবী আদায়ের মাধ্যমে নিশিরাতের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের পতনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বরিশাল খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । প্রহসনমূলক নির্বাচন বাতিল সহ আন্দোলন সংগ্রামের কারণে পুলিশের হাতে গ্রেফতার বি এন পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , বরিশাল মহানগর বি এন পির নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি তাদের নামে দায়েরকৃত বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বলে নিজস্ব প্রতিবেদক কে নিশ্চিত করেন ওয়ার্ড বি এন পির সেকেন্ড ইন কমান্ড । এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের আহবানে বরিশাল মহানগর বি এন পির বিপ্লবী সদস্য সচিব বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর এ্যাড মীর জাহিদুল কবিরের সার্বিক দিক নির্দেশনায় মাফিয়া ভোটচোর সরকারের বিরুদ্ধে আগামী দিনের যে কোন কর্মসূচী সফল করে লুটেরা সরকারের পতন ত্বরান্বিত করার ব্যাপারে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাঠে সক্রিয় থাকার আহবান জানান তিনি ।