মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩” উপলক্ষ্যে, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্তৃপক্ষ প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এক প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক আয়োজিত এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষের বাস্তবায়নে দিনব্যাপী এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি, খামারী, দর্শনার্থী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলায় সেবা ও পণ্য নিয়ে হাজির হয়েছিলেন প্রাণিসম্পদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠান, বড় পর্যায়ের খামারী, বিশ্ববিদ্যালয় এবং বে-সরকারী উন্নয়ন সংস্থা। উক্ত প্রদর্শনী মেলায় অংশ নিয়েছিল ইউএসএআইডি এর অর্থায়নে আর্ন্তজাতিক বে-সরকারী উন্নয়ন সংস্থা এসিডিআই/ভোকা কর্তৃক বাস্তবায়িত “ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি”।
সংস্থাটি প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং দুধ, দুগ্ধজাত পণ্য ও মাংস খাওয়ার গুরুত্ব বিষয়ে তথ্য, সেবা এবং খামারীদের খামার এর খরচ কমিয়ে আনার জন্য গবাদী পশুর বিভিন্ন খাবার এর প্রযুক্তি প্রদর্শন ও তথ্য বিতরণ করেন যা খামারী ও ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া তৈরী করতে সক্ষম হয়েছিল। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রাণি সম্পদ কার্যালয় প্রাঙ্গণে জনাব মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর, বরিশাল এর সভাপতিত্বে মেলা অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মো: জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: নূরুল আলম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, বরিশাল, জনাব সাইদুর রহমান রিন্টিু, উপজেলা চেয়ারম্যান, বরিশাল সদর, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব এ্যাড, মো: মাহাবুবুর রহমান মধু, উপজেলা ভাইস চেয়ারম্যান, বরিশাল এবং জনাব রেহানা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বরিশাল সদর, বরিশাল।
উদ্বোধন ও আলোচানা সভার শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় খামারীদের নানান দিকনির্দেশনা প্রদান করে সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তারা।
দিনব্যাপী চলা এ মেলায় মোট ৩৩টি স্টল ছিল। স্টলগুলোতে রয়েছে দেশী ও শঙ্কর জাতের গরু, শঙ্কর জাতের বকনা, ষাঁড়, ভেড়া, ছাগল, দুম্বা, সোনালী ও দেশী মুরগি, রাজাহাস, চিনাহাস, বিভিন্ন জাতের পায়রা ।
এছাড়াও মেলায় রয়েছে আধুনিক পদ্ধতিতে ম্যানুয়াল অটো ইনকিউভিটার মেশিন, গরুর কৃত্রিম প্রজনন করার তরল নাইট্রোজেন কনটেইনার, ভোটোনারী ঔষধ সহ অন্যান্য যন্ত্রপাতি। প্রদর্শনীতে আরো ছিলো সবুজ ঘাস সংরক্ষণ পদ্ধতি, মাটি বিহীন হাইড্রোফনিক ঘাস যা স্টীলের ট্রেতে গম, ভুট্টা, নেপিয়ান ঘাসের বিচির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে।
উঁচু জমির উন্নত জাতের পাকচং ঘাস, নিচু জমির উন্নত জাতের জার্মান ঘাস ইত্যাদি । বার্তা প্রেরক পলাশ কুমার ঘোষ জুনিয়র ফিল্ড অফিসার এসিডিআই/ভোকা, বরিশাল।