মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধনের পর সাড়া দিয়েছে প্রশাসন। রবি9বার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার ও পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সম্প্রতি কুয়াকাটায় ভয়াবহ ভাঙনের কারণে স্থানীয়রা সি-বিচ রক্ষায় আন্দোলনে নেমে আসে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সৈকতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
এ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, সরকার কুয়াকাটাকে রক্ষা করতে সচেষ্ট। শিগ্রই সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি সংশ্লিষ্ট উপদেষ্টাকে অবগত করার সাথে সাথে তিনি ভালো রেসপন্স করেছেন এবং সংশ্লিষ্ট সচিব কে দ্রুত প্রটেকশন এর ব্যবস্থায় নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এ সময় তিনি বলেন, কুয়াকাটা বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে তাই এ পর্যটন কেন্দ্রে সরকারের আলাদা নজর রয়েছে।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সৈকত রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজ তদারকি করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখন দরকার দ্রুত বাস্তবায়ন। সমুদ্র সৈকত শুধু পর্যটন নয়, বরং এই অঞ্চলের অর্থনীতির অন্যতম ভিত্তি। তাই কুয়াকাটা বাঁচাতে চাই দ্রুত ও টেকসই পদক্ষেপ।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া