মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৪ ই জুলাই সোমবার সকাল ১১ ঘটিকায় কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল আমিন সভাপতি কার্যনির্বাহী কমিটি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়াপুর ইউনিয়ন এর বিএনপির নেতৃবৃন্দ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ফরিদ উদ্দিন প্রধান শিক্ষক কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়।
কার্যনির্বাহী কমিটি ২০২৫ এ নির্বাচিত সদস্য বৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করায় সকলের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত কেননা বিগত দিনে এতো সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়নি বিদ্যালয়ে।
প্রধান অতিথি আলহাজ্ব নুরুল আমিন বলেন বিদ্যালয়ের কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই এমন আয়োজন করার জন্য।বিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমে কার্যনির্বাহী কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ।