বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ

দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী, নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালীর দুমকিতে একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে এএসও টাইটর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ ওঠেছে।

ডা. জি,এম এনামুল হক দুমকি উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার পদে দায়িত্ব পালন করছে।

উপজেলা শহরের হাসপাতাল রোড এলাকার নিউ লাইফ ডিজিটাল মেডিকেল সার্ভিসেস‘র এর পরিচালক ডা. জিএম এনামুল হক মোবাইল ফোনে অভিযোগকারী দুমকি গ্রামের মৃত মানিক মৃধার স্ত্রী সকিনা বেগমকে মোবাইল ফোনে হুমকি প্রদান করেছেন।

ডা. এনামুলের দম্ভোক্তিসহ হুমকির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং প্রতিবেদকের হাতে এসেছে। অডিও ক্লিপটিতে ডা. এনামুলকে বলতে বলতে শোনা যায়, ওই অভিযোগে কিছুই হবে না। তার শশুর বরিশাল ড্যাব নেতা তিনি এ বিভাগীয় পরিচালক এবং  সিভিল সার্জনসহ সবাইকে চালায়।

আমার কিছুই করতে পারবিনা। সুতরাং অভিযোগ তুলে না নিলে তোদের দেখে নেব। এঘটনায় ভীত সন্ত্রস্ত সখিনা বেগম অভিযুক্ত ডা. এনামুল দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসকের   বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার দুমকি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

(দুমকি থানার ডায়েরী নং ১০২১. তারিখ-২৪/৭/২৫) ডায়েরীতে উল্লেখ করেন, সখিনা বেগম তার ৬বছরের অসুস্থ নাতনীকে    ডা. এনামুল হকের নিজস্ব মালিকানা  নিউ লাইফ ডিজিটাল মেডিকেল সার্ভিসেস‘র নামের হাসপাতালে টেস্ট এর জন্য  নিয়ে গেলে ভুল টেস্ট রিপোর্ট দেয়।

যা পরবর্তিতে বরিশালের জাহানারা ক্লিনিকে পুন:রায় পরীক্ষা করানোর পর নিশ্চিৎ হয়। এমন আর্থিক ও মানুষিক হয়রানীর প্রতিকার চেয়ে অভিযুক্ত ডা. জিএম এনামুল হকের বিরুদ্ধে পটুয়াখালী সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দিলে তিনি ক্ষিপ্ত হন।

এবং তার ০১৭৬৫২৭৫৫০৪ থেকে দেখে নেওয়ার হুমকি দেন। অভিযুক্ত উপজেলা হাসপাতালের আরএমও ডা. জিএম এনামুল হকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ সরকারি চাকুরির বাইরে এবং সরকারি হাসপাতালের পাশেই  প্রাইভেট হাসপাতাল ব্যবসার অভিযোগ রয়েছে।

এছাড়া হাসপাতালের রুগীদের নিজ মালিকানার নিউ লাইফে পাঠানো এবং অন্য ক্লিনিকে টেস্ট করালে সেই টেস্ট গ্রহনযোগ্য নয় বলে ছুড়ে ফেলে দিয়ে রুগীদের সাথে অশালীন আচরনের অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে, ডা. এনামুল এর বক্তব্য নিতে চাই তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান এবং নিউজ প্রকাশ না করার জন্য রাজনৈতিক লেবেলের জেলার নেতা সহ বিভিন্ন নাম ব্যবহার করে ক্ষমতার উৎস প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD