বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বালু ভর্তি কারগো নিয়ে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের সাথে ধাক্কায় এক শ্রমিকের দেহ থেকে মাথা চিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়ের পাকঢাল গ্রামের খান বাড়ি সংলগ্ন খালে ওই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম শাকিব(২২)।
শাকিব কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা কবির হোসেনের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, একটি বাল্কহেড ভর্তি বালু নিয়ে কাছিপাড়া ইউনিয়নের কারখানা থেকে দেওপাশা যাচ্ছিলেন শ্রমিক শাকিব। কারখানা খানবাড়ি ব্রীজের নিচ দিয়ে অতিক্রম করছিলেন শ্রমিকরা। এসময় সাকিব ওই বাক্লহেডের উপর বসা ছিলেন।
ব্রীজটির উচ্চতা কম হওয়ার অসাবধানতার কারণে ব্রীজের সাথে বাল্কহেডের ধাক্কা লেগে ঘটনাস্থলেই দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে য়ায় তার।
এসময় মাথার অংশটি কেটে গিয়ে খালে পরে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়ারা পুলিশে খবর দিলে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি