বুধবার, ১৬ Jul ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে দিনে দুপুরে বাসা থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশীপুর বাজারের শিব বাড়ি মোড় শিউলি ভিলা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
যার মডেল ইয়ামাহা Fz5 গাড়ির নম্বর (বরিশাল মেট্রো- ল ১২-৭৭৪৯)। সোমবার ১৫ জুলাই ২০২৫ সকাল আনুমানিক ৮টা থেকে ১১ টায় দিকে বরিশাল কাশীপুর বাজারের শিব বাড়ি মোড় শিউলি ভিলার গেটের মধ্যে রাখা ইমরান হোসেনের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
এ ঘটনায় বরিশাল বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ইমরান হোসেন প্রশাসনের কাছে আইনি সহায়তা চেয়েছেন।