বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান (চুন্নু) স্বাক্ষরিত এক প্রেস নোটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস নোটে বলা হয়, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আলমগীরহোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করায় এবং দলীয় নীতিমালার প্রতি অবহেলা প্রদর্শনের কারণে এই স্থগিতাদেশ প্রদান করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
একই দিনে আর একটি প্রেস নোটে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে লালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসে বে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত আব্দুল খালেক তালুকদারকে দলকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং গতিশীল করতে আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি দলীয় শৃঙ্খলা রক্ষায় সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে প্রেস নোটে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া