মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বেনা কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি তারেক রহমানের নির্দেশে মুমূর্ষু শ্রমিকদল নেতার পাশে জিয়া উদ্দিন সিকদার সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক মহিপুরে ২টি ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে ঐক্যের কোন বিকল্প নেই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলওয়ের প্ল্যান : এম সাখাওয়াত হোসেন হরিজনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে – মেজবাহ উদ্দিন ফরহাদ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত
কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সন্মাননা

কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সন্মাননা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং উচ্চ-মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতি ৩৯ জন শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

সোমবার(২৮ জুলাই) দুপুর ২.৩০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (পায়রা) পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীম এসইডিপি এই পুরষ্কার বিতরণীর আয়োজন করে।  পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ইয়াসীন সাদেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, পটুয়াখালী মংফুন ওয়েন। জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো.আইউব আলী, সহকারী পরিদর্শক আবু হানিফসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন প্রতিষ্ঠান প্রধান, এসএমসি সভাপতিগন, ৩৯ জন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন নাওভাঙ্গা ফাযিল মাদ্রাসার প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের শিক্ষার্থী ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আলী মহসিন মারুফ বলেন, এই অর্জন আমার একার নয়। এটা আমার সকল শিক্ষক এবং অভিভাবকদের।

আমাদের যে সন্মান আজকে দেয়া হয়েছে তার মর্যাদা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।

স্বাগত বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর অধীনে কলাপাড়া উপজেলার ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সন্মানিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

আজ সন্মাননা হিসেবে এইচ এস সি/ সমমান পর্যায়ে প্রত্যেক শ্রেষ্ঠ শিক্ষার্থী পেয়েছেন ২৫,০০০ টাকা এবং এসএসসি/ সমমান পর্যায়ের শিক্ষার্থীরা পেয়েছেন ১০,০০০ টাকা। আশা করছি তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান ধরে রেখে ভালো লেখাপড়ার মাধ্যমে উন্নত সমাজ গঠনে ভূমিকা পালন করবেন।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন সাদেক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কিল ডেভলপমেন্ট বিষয়ক কাজ করতে হবে।

এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তাই নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পরিশ্রমী হতে আহবান করেন তিনি।

মোয়াজ্জেম হোসেন  কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD