শনিবার, ২৬ Jul ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পি.পি হলেন বরিশাল জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি তারেক আল ইমরান।ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে সব সময় যার ভূমিকা ছিল অতুলনীয়। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে গিয়ে হতে হয়েছে দমন,নিপীড়ণ ও নির্যাতনের শিকার।
বরিশালে ক্লিন ইমেইজের ছাত্রনেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট তারেক আল ইমরান।
এই ক্লিন ইমেইজ ছাত্র নেতার বিরুদ্ধে রয়েছে অগণিত রাজনৈতিক মিথ্যা মামলা। ফ্যাসিস্ট সরকারের দেয়া কতিপয় রাজনৈতিক মিথ্যা মামলার তথ্য হলো জি.আর ৭২৯/২০১২ (কোতয়ালী),জি.আর ৭৬/১৩(কোতয়ালী), জি.আর ৫০/১৩(কোতয়ালী), জি.আর ১১৯/১৩(কোতয়ালী),জি আর ৭১১/২০১৭( কোতয়ালী)
,২৩/০৭/২০২৪ ইং তারিখ বরিশাল মহানগর আ.লীগ কর্তৃক দায়েরকৃত জি.আর ৫০৭/২৪ (কোতয়ালী),ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯ ৩২৩/৩২৪/৩২৫/৩০৭ পেনাল কোড1860, তৎসহ বিষ্ফোরক দ্রব্যদি উপাদানবলী আইন ১৯০৮ এর ৪/৫ বেআইনী জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া সাধারন উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষে দাঙ্গা সৃষ্টি করিয়া হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষন করাসহ মারধর করিয়া গুরুতর ও সাধারন জখম করাসহ বোমা ও বিস্ফোরণ ঘটানোর অপরাধ। উক্ত বিস্ফোরণ মামলায় ১৪ নং আসামী।
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পি.পি হিসেবে তারেক আল ইমরান নিয়োগ পাওয়ায় বরিশাল মহানগর ও জেলা বিএনপি, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।