মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে অসহায় বৃদ্ধ রহমান মিয়াকে খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়ালো মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস। বরিশাল নগরীর লঞ্চঘাট পল্টনে মানবতার জীবন ধারন করছে রহমান মিয়া।
রমজানের ইফতার ও সেহরী না খেতে পেরে মানবতার জীবন পার করছেন এবং না খেয়েই রোজা রাখার নিয়ত করেছেন এমন মানবতার জীবনের খবর ইউটিউব চ্যানেল BHS টিভিতে প্রকাশিত হলে মানবতার কল্যানে এগিয়ে আসে লাভ ফর ফ্রেন্ডস। মঙ্গলবার গভীর রাতে সদস্যদের সহযোগিতায় ইফতার সামগ্রী উপহার দেয়া হয় তাকে।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে আলু, পিয়াজ,,ছোলা,সয়াবিন তৈল, খেজুর, মুড়ি, চিড়া, ট্যাং,চিনি। বিতরনের সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদার বলেন আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তাকে সহযোগিতা করার।
সবার সহযোগিতা পেলে এভাবে আরও অসহায় কর্মহীন মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ । উক্ত বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পারভেজ সিকদার,ইব্রাহীম হাওলাদার,আসাদুর রহমান।
খাদ্য সামগ্রী উপহার পেয়ে রহমান মিয়া আপ্লূত হয়ে বলেন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা রইলো আল্লাহ যেনো সবাইকে নেক হায়াত দান করে এবং সবসময় দান করার তাওফিক দান করে।