মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
দশম জাতীয় সংসদে একতরফা নির্বাচন করার প্রতিবাদে বরিশালে কালো পতাকা ও কালো ব্যাচ ধারন করে সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয় চত্বরে মহানগর বিএনপি’র উদ্যোগে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে কালো ব্যাজ ধারন করেন তারা।
এ সময় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা ২০১৪ সালের ৫ জানুয়ারী ভোটারবিহীন নির্বাচনের প্রতিবাদ জানান। কলঙ্কিত অধ্যায় বলে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারন করেন তারা। এক তরফা ভোটের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলে বক্তারা বলেন।