বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহফুজুল আলম মিঠুর সভাপতি পদ স্থগিত করায় তার অবর্তমানে দায়িত্ব পালন করবেন ইমরান।
পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত তিনি ওই পদের দায়িত্ব পালন করবেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল সাক্ষরীতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বৃহস্পতিবার রাতে কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠুর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদ স্থগিত করা হয়।