রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
নারী নির্যাতন , ধর্ষন ও আইন শৃংখলার অবনতিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতিবাদ সভা করে ঐক্য ন্যাপ বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দরা। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ঐক্য ন্যাপের সহ সভাপতি নুরুল আমিন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক , কেন্দ্রীয় কার্যকারি কমিটির সদস্য ও বিভাগীয় কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মাস্টার মোঃ নুরুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন গনফোরাম বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বেদান্তী, মাওলানা খলিলুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক নারী নির্যাতন, ধর্ষনের ঘটনা ঘটেই চলছে। পত্রিকা’র পাতা খুললেই ধেখা যায় ধর্ষনের ঘটনা। আমরা দির্ঘ ৯ মাস যুদ্ধ করে পাক বাহীনির কাছ থেকে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছি। আর সেই দেশে ধর্ষন , নারী নির্যাতনের কোন স্থান হতে পারেনা। আইন নয়, আইনের কঠোর প্রয়োগের মধ্য দিয়ে এর সমাধান করতে হবে। এসময় তারা সামাজিক আন্দোলন ও ধর্ষকদের দৃষ্টান্ত মূলক সাস্তির দাবি জানান।