সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া মোনাজাত, তবারক বিতরন ও মাস্ক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাদ জোহর নগরীর সদর রোডে বায়তুল মোকাররম মসজিদে জেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত শেষে উপস্থিত মুসুল্লীদের মাঝে তবারক বিতরন করা হয়।
পরে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সদর রোডে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ অনুযায়ী আগামীতে তারা কাজ করে যাবেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম গফুর প্রমুখ।